Online Education Of Computer Science
ওয়ার্ড প্রসেসিং ও কীবোর্ড প্রাকটিস
মাইক্রোসফট ওয়ার্ড কি ?
মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে উইন্ডোজের একটি
সবচেয়ে শক্তিশালী এবং উপযোগি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমরা এখন
উইন্ডোজের মাইক্রোসফট ওয়ার্ড নামক এপ্লিকেশন সফটওয়্যারে কাজ করবো।বেশ
কয়েকটি ওয়ার্ড প্রসেসিয় সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড লেখা লেখির
কাজে বেশী ব্যহৃত হয়। কারণ মাইক্রোসফট ওয়ার্ডই ওয়ার্ড প্রসেসিং এর কাজ
অত্যন্ত সহজে ও দ্রুত গতিতে করা যায়। এই সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন
টেক্সট টাইপ করা, সেই টেক্সট সাজানো, ডিজাইন করা, টেক্সটের সাথে ছবি সংযোজন
করা, টেক্সটের মধ্যে গ্রাফ তৈরি করা ইত্যাদি ছাড়াও আরও অনেক ধরণের কাজ করা
যায়। আমরা ধাপে ধাপে সেগুলি জানবো।
মাইক্রোসফট ওয়ার্ড খোলা:
উইন্ডেজের ডেক্সটপের উপরের ডান কোণে
মাইক্রোসফট অফিস টুলবারের শর্টকাট থাকে। এখানে ডব্লিউ চিহ্নিত বক্সের উপর
মাউস ক্লিক করলে লেখার জন্য একটি সাদা পাতা ওপেন হবে।অফিস শর্টকাট না থাকলে
ক্ষতি নেই।
ধাপে ধাপে যে কাজটি করতে হবে- ডেক্সটপের নীচে > Start bar > Search Program>Run>winword>ok।
উইন্ডেজের ডেক্সটপের নীচে টাস্ক বারের
ষ্টার্ট মেনুর অন্তর্গত প্রোগ্রামস মেনু কমান্ডটি সিলেক্ট করে প্রদর্শিত
তালিকার বিভিন্ন নাম থেকে ডব্লিউ চিহ্নিত মাইক্রোসফট ওয়ার্ড লেখা মেনুটি
ডবল ক্লিক করে ওপেন করতে হবে।
এখন মাইক্রোসফট ওয়ার্ডের সাদা পাতা লেখা
লেখির জন্য প্রস্তুত। লেখার কাজ শুরু করার আগে লেখা লেখির কাজে প্রয়োজনীয়
কয়েকটি বিষয়ের সাথে আমরা পরিচিত হব।
টাইটেল বার:
আমাদের খোলা পাতার উপরে গাঢ় রঙের লম্বা সারির মধ্যে ডব্লিউ চিহ্নিত
‘ডকুমেন্ট ১-মাউক্রোসফট ওয়ার্ড’ লেখা সারিটির নাম টাইটেল বার। এখানে আমাদের
তৈরী সেভ করা ফাইলের নাম দেখায় তাই এর নাম টাইটেল বার।
মেনু বার:
টাইটেল বারের নীচে ফাইল, এডিট, ভিউ, লেখা ইত্যাদি শব্দ গুলিকে বলা হয় মেনু
এবং এই লেখা গুলি যে সারিতে সারিবদ্ধ আছে- সেই লাইনকে বলা হয় মেনু বার। এই
মেনু বারের প্রত্যেকটি মেনুর অধীনে রয়েছে অনেক গুলি সাব মেনু।পরবর্তীতে এই
সাব মেনু নিয়ে বিষদ ভাবে আলোচনা করা হবে।
ষ্ট্যান্ডার্ড টুল বার:
মেনু বারের নীচে চিত্রের মত বেশ কিছু চিহ্ন সম্বলিত একটি সারি রয়েছে এর নাম ষ্ট্যান্ডার্ড টুল বার।
ফরম্যাটিং টুল বার:
ষ্ট্যান্ডার্ড টুল বারের নীচে বিভিন্ন বক্স সম্বলিত বারটিকে ফরম্যাটিং টুল
বার বলে। ফরম্যাটিং টুল বারের বাম দিকে রয়েছে ষ্টাইল বক্স। এই বক্সের
সাহায্যে আমাদের তৈরি করা তথ্য গুলিকে বিভিন্ন ষ্টাইলে সাজিয়ে নিতে পারি।
ফন্ট বক্স:
ফরম্যাটিং টুল বারের ফন্ট বক্সের মধ্যে অসংখ্য বিভিন্ন ধরণের ফন্ট। ফন্ট
হচ্ছে টাইপ করার জন্য অক্ষর।প্রত্যেকটি অক্ষরের আবার ভিন্ন ভিন্ন নাম আছে।
বক্সের ডান পাশে তীর চিহ্নে (মাউসের বাম পাশের বাটন চাপ দিতে হবে) ক্লিক
করলে একটি ফন্টের তালিকা দেখা যাবে। এখান থেকে পছন্দ মতো ফন্ট নির্বাচন করে
নিতে হয়।
সাইজ বক্স:
ফন্ট বক্সের পরের ছোট বক্সটি হলো সাইজ বক্স। এই বক্সের সাহায্যে অক্ষরের
আকার পরিবর্তন করা অর্থাৎ ছোট বড় করা যায়। বক্সের ডান পাশে তীর চিহ্নে
(মাউসের বাম পাশের বাটন চাপ দিতে হবে) ক্লিক করলে একটি সাইজ নম্বর তালিকা
দেখা যাবে। এখান থেকে পছন্দ মতো ফন্ট সাইজ নির্বাচন করে নিতে হয়। কিবোর্ড
থেকে কমান্ড দিয়েও এ কাজটি করা যায়। এজন্য যা করতে হবে- সিটিআরএল কী চেপে
ধরে এস অক্ষরটি চাপতে হবে।
এছাড়াও লেখার ডিজাইন করার জন্য এই মেনুর
অধীনে আরও কয়েকটি বক্স রয়েছে যা পরবর্তীতে প্রয়োজন মত আলোচনা করা যাবে।এই
হলো মাইক্রোসফট ওয়ার্ড এর খোলা উইন্ডো। আমরা ইতিমধ্যে খোলা উইন্ডোর মধ্যকার
কিছু চিহ্নের সাথে পরিচিত হয়েছি।পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বিস্তারিত
আলোচনা করা যাবে।
এবার লেখা লেখির কাজের জন্য মাইক্রোসফট
ওয়ার্ড এর খোলা উইন্ডোতে কিছু প্রাথমিক কাজ করে নিতে হবে। লেখা প্রাকটিস
করার জন্য প্রথমে একটি ফাইল তৈরী করতে হবে এবং তা হার্ডডিস্কের নির্দিষ্ট
কোন ফোল্ডারে সেভ করতে হবে। এজন্য যা করণীয়ঃ
(১) প্রথমে খোলা উইন্ডোর উপরে ‘ফন্ট’
বক্সের তীর চিহ্নের উপর ক্লিক করে ফন্টের নাম প্রদর্শিত তালিকা হতে ‘টাইমস
নিউ রোমান’ নামের ফন্টটি সিলেক্ট করে নিতে হবে।
(২) এরপর পাশের ‘টেক্সট সাইজ’ বক্সের তীর
চিহ্নের উপর ক্লিক করে ফন্টের সাইজ সম্বলিত বিভিন্ন নম্বর থেকে ২৬ নম্বর
অথবা পছন্দ মতো সাইজ নম্বরে ক্লিক করে সিলেক্ট করতে হবে।
(৩) এবার ফাইলটি সেভ করার জন্য কীবোর্ডের
‘সিটিআরএল’ কী চেপে ধরে ‘এস’ কী চাপতে হবে। এখানে একটি বক্স হাজির হবে।
বক্সের উপরে সেভ ইন বক্সে ‘মাই ডকুমেন্ট’ নামক ফোল্ডারে আমাদের ফাইল সেভ
হওয়ার ঈঙ্গিত দিচ্ছে। অবশ্য তাতে অসুবিধা নাই, ঐ ফোল্ডারেই ফাইলটি সেভ হোক।
এরপর বক্সের নীচে ফাইল নেম বক্সে যেখানে ডকুমেন্ট ১ লেখা আছে ওখানে নিজের
নাম লিখে ডান পাশে সেভ লেখার উপর ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে।এখন ফাইল
নেম হিসেবে টাইটেল বারে নিজের নামটি দেখা যাবে।
ওয়ার্ড ফাইল বন্ধ করার নিয়ম:
এবার ফাইলটি বন্ধ করতে খোলা উইন্ডোর ফাইল মেনুর ভিতর ক্লোজ নামের মেনু সিলেক্ট করতে হবে।
অথবা, কীবোর্ডের ‘সিটিআরএল’ কী চেপে ধরে ‘ডব্লিউ’ অক্ষর চাপতে হবে।
অথবা, টাইটেল বারের ডান দিকে লাল রঙের
বক্সের ভিতর সাদা রঙের ক্রস চিহ্নের উপর মাউসের ক্লিক করলে ফাইলটি বন্ধ হয়ে
যাবে। তবে যতবার নতুন কিছু লেখা হবে ফাইল বন্ধ করার পূর্বে আবার সেভ করতে
হবে।
সেভ করা ফাইল খোলার নিয়ম:
প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন পাতা বা
সাদা ওপেন করে নিতে হবে। এবার ফাইল মেনুর অধীনে ওপেন মেনুতে ক্লিক করলে
ওপেন টাইটেলের একটি ‘সংলাপ বক্স’ ওপেন হবে, সংলাপ বক্সের নামের তালিকা থেকে
নিজের নাম লেখা ফাইলটি নির্বাচন করে ওপেন বক্সে ক্লিক করলে অথবা মাউসের
ডবল ক্লিক করলে সেভ করা ফাইলটি ওপেন হবে।
অথবা, কীবোর্ডের ‘সিটিআরএল’ কী চেপে ধরে
‘ও’ অক্ষর চাপতে হবে। এরপর ওপেন টাইটেলের একটি ‘সংলাপ বক্স’ ওপেন হবে,
সংলাপ বক্সের নামের তালিকা থেকে নিজের নাম লেখা ফাইলটি নির্বাচন করে এন্টার
কী চাপলে সেভ করা ফাইলটি ওপেন হবে।
0 comments:
Post a Comment
Thank you very much for your comment
Note: only a member of this blog may post a comment.